Free workshop on Marketing in New Normal

  • Event Date 2021-08-30
  • Event Time 7:00 pm
  • Duration 1 Hour

Free workshop on Marketing in New Normal

বদলে গিয়েছে সময়, বদলে গিয়েছে বিশ্ব।

প্রায় সকল বানিজ্যিক প্রতিষ্ঠান করোনার কারনে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়তই পড়তে হচ্ছে নানা বিধ চ্যালেঞ্জ এর মুখে। কিন্তু সামান্য কিছু স্ট্র‍্যাটেজিকাল পরিবর্তন ও সময়ের সাথে তাল মিলিয়ে ব্রান্ডিং কিংবা প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করলে আপনিও পেতে পারেন সুফল। এই সমস্যা গুলোর সমাধান বের করতেই আমরা নিয়ে আসছি নতুন এক বিষ্ময়। শুরু হচ্ছে Marketing in New Normal কোর্স। এই কোর্সটিতে জয়েন করলে বর্তমান সময়ে কোন উপায়ে আপনার বিজনেস কে সার্ভাইভ করাতে পারবেন এবং কিভাবে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাতে পারবেন সে সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই কোর্সটিতে আরোও বিস্তারিত কি থাকছে, কেন এই কোর্সটি করবেন এবং এই সময়ে কেন আপনার বিজনেস স্ট্রাটেজি বিল্ড করবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আয়োজন করেছি একটি বিশেষ ফ্রি অনলাইন ওয়ার্কশপ। ওয়ার্কশপটিতে জয়েন করলে আপনারা এই সংক্রান্ত সকল তথ্যাদি জানতে পারবেন। তাই আজই রেজিষ্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করুন।

Join our student community

View Us
Registration Student Support