Free workshop on Content Writing

  • Event Date 2021-08-20
  • Event Time 3:00 pm
  • Duration 1 Hour

Free workshop on Content Writing

আপনি জানেন কি প্রফেশনাল বা ফ্রিল্যান্সার হিসেবে কন্টেন্ট রাইটার এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? প্রতিদিন বিডিজবস এ কন্টেন্ট রাইটার এর জন্য জব পোস্ট করা হয় এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও কন্টেন্ট রাইটারদের চাহিদা অনেক বেশী। ৫০০ শব্দের একটি মানসম্মত কন্টেন্ট লিখে ৫ ডলার থেকে শুরু করে ৫০ ডলার পর্যন্ত আয় করা যায়। লেখালেখি করে টাকা আয় এর অন্যতম মাধ্যমগুলো হল কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি। ১৯৯৬ সালে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস এর বলা সেই অমর কথা “Content is King” এর একটুকুও পরিবর্তন হয় নাই এবং গুগল সার্চ ইঞ্জিন অ্যালগরিদম এর পরিবর্তন এর সাথে সাথে কন্টেন্ট এর গুরুত্ব বাড়ছে। ব্লগ কিংবা ই-কমার্স, সব জায়গাতেই কন্টেন্ট অবশ্যক এবং কন্টেন্ট রাইটিং জানা থাকলে তা একই সাথে পেশা বা ফ্রিল্যান্সিং হিসেবে বেছে নেয়া যায়। কন্টেন্ট রাইটিং এ প্রফেশনাল বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে চলে আসুন কোডার্সট্রাস্ট বাংলাদেশ আয়োজিত কন্টেন্ট রাইটিং ফ্রি ওয়ার্কশপ এ।

কে ওয়ার্কশপ এ আসতে পারবে?

যে কেউ আমাদের ওয়ার্কশপে যোগদান করতে পারবেন।

Join our student community

View Us
Registration Student Support