আমাদের অনেকেরই ধারণা ফ্রীল্যানসিং ক্যারিয়ার শুধু আইটি তেই সম্ভব, আসলে প্রায় সব ধরণের কাজই ফ্রীল্যানসিং এর মাধ্যমে করা যায়, এর মধ্যে অন্যতম একটি একাউন্টিং।
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে একাউন্টিং প্রফেশন নিয়ে সফল হতে চাইলে কিছু অ্যাডভান্সড সফটওয়্যার ও টুলস এ দক্ষতা থাকতে হয় যার পরিচিতি বাংলাদেশে খুবই কম ।
ক্যারিয়ার ডেভলপমেন্ট এর পথে এই প্রতিবন্ধকতা ওভারকাম করানোর লক্ষে কোডার্সট্রাস্ট আয়োজন করেছে একাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক ফ্রি ওয়ার্কশপ। যেখানে ইন্টারন্যাশনাল একাউন্টিং প্রফেশন এর জন্যে প্রয়োজনীয় দুটি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হবে