‘গ্র্যাজুয়েটদের আইসিটি উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া হবে’

July 19, 2023

‘গ্র্যাজুয়েটদের আইসিটি উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া হবে’

বুধবার (১৪ জুন) রাজধানী জাতীয় জাদুঘর মিলনায়তনে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত ‘স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যে কর্মদক্ষতার প্রয়োজন তা অর্জন করতে পারেন না। ফলে অনেক গ্র্যাজুয়েট হতাশ হয়ে পড়েন। এ জন্য একজন গ্র্যাজুয়েটকে তার সিলেবাস পড়ানোর পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, আইসিটি ও উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই শেখানো হবে। কর্মক্ষেত্রের কেউ যেন বলতে না পারে, তুমি এটা পার না, ওটা পার না। তার যদি চাকরি না হয়, তার পর তিনিই সিদ্ধান্ত নেবেন- তিনি চাকরি করবেন, নাকি উদ্যোক্তা হবেন।’

ডা দীপু মনি বলেন, ‘করোনা মহামারির পর যখন আমরা বুঝতে পারছিলাম না, কীভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাব, ঠিক তখন কোডার্স ট্রাস্ট আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। ওই সময় প্রায় ১০ হাজার শিক্ষককে তারা প্রশিক্ষণ দিয়েছে। এজন্য আমি কোডার্স ট্রাস্টকে ধন্যাবান জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রোগ্রামিং, গেমিং, কালচার, বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা শেখালে তারা বেশি মনযোগী হয় এবং দ্রুত ধরতে পারে। এজন্য ‘হাসিনা অ্যাণ্ড ফেনর্ডস’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এ কর্মসূচি চলছে। সামনে আরও বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হবে।’

পলক বলেন, ‘তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫৬ হাজার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়েছে। সারাদেশে ৭০ হাজারের বেশি তরুণ-তরুণীদের নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করেছে কোডার্স ট্রাস্ট। এক্ষেত্রে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই।’

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের অগ্রযাত্রায় কোডার্স ট্রাস্ট যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি প্রতি অনুরোধ জানান আইসিটি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে কোডার্স ট্রাস্টের ফাউন্ডার ও সিইও আবদুল আজিজ, আমেরিকান দূতাবাস ও ডিসকভারি এডুকেশন কর্মকর্তারা উপস্থিত ছিল। অনুষ্ঠানে কোডার্স ট্রাস্ট থেকে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যেক্তা হয়েছেন এমন দু’জন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

Join our student community

View Us
Registration Student Support