আর্টিকেল লেখার জন্য সঠিক তথ্য জোগাড় করবেন কিভাবে?

আর্টিকেল

আর্টিকেল লেখার জন্য সঠিক তথ্য জোগাড় করবেন কিভাবে?

  • এমন অনেক ফোরাম আছে যেখানে বিভিন্ন বিষয় নিয়ে Expert ব্যক্তিরা বিভিন্ন ধরনের আলোচনা করে। এসব যায়গা থেকে আপডেটেড তথ্য জোগাড় করতে হবে। 
  • Quora তে অনেক ধরনের তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় যা অনেক সময় গুগোল থেকেও পরিপূর্ণভাবে পাওয়া যায় না। কারণ এখানে থাকে বিভিন্ন মানুষের প্রশ্ন এবং তাদের উত্তর। 
  •  YouTube হচ্ছে বিভিন্ন তথ্য ও ভিডিওর ভান্ডার। এখান থেকেও আপনি পেতে পারেন আপনার সার্চ করা টপিক সম্পর্কিত হাজারো তথ্য। 
  • ইনফরমেশন পাওয়ার জন্য MediumReddit এর মত ওয়েবসাইটগুলোও হতে পারে অনেক বেশি হেল্পফুল।
  • বিভিন্ন রিসার্চ বা সার্ভে পেপারগুলো পর্যালোচনা করলেও পাওয়া যায় প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত অনেক গভীরতর তথ্য। 
  • LSI Relevant Key Word কে কাজে লাগাতে হবে। শুধু এগুলোর জন্য অনেক ট্রাফিক আর্টিকেল আসতে পারে।
  • Google FAQ কে ব্যবহার করুন উপযুক্ত পদ্ধতিতে। 
  • আপনার কম্পেটিটরদের কাজ বা বিভিন্ন অ্যাক্টিভিটিজের গ্যাপগুলো খুঁজে বের করুন এবং ওগুলো নিয়ে কাজ করা শুরু করুন। 
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সার্চ ইঞ্জিনের জন্য নয়; লিখুন আপনার রিডারের জন্য।

Join our student community

View Us
1винTrusted by Global Partners since 2014
https://glory-casinobd.com/
Advance Excel | Special Online Seminar казино на деньги Advanced Excel Free Workshop lucky jet 1win Advanced SEO – Affiliate Marketing Online Workshop 1wim Advanced SEO & Amazon Affiliate Marketing Free Seminar пин ап казино онлайн Advanced SEO & Amazon Affiliate Marketing Free Seminar pin up Advanced Web Development | Free Online Seminar